• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
মানহীন পোল্ট্রি ফিড বাজারজাত করতে দেওয়া হবে না

চট্টগ্রামে সুশাসন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভা

সংগৃহীত ছবি

ফিচার

মানহীন পোল্ট্রি ফিড বাজারজাত করতে দেওয়া হবে না

  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

নিরাপদ পোল্ট্রি মাংস নিশ্চিতে পোল্ট্রি ফিড (খাদ্য) একটি বড় ভূমিকা পালন করে। খাদ্যের মান কিছুটা নিম্ন হলে নির্ধারিত সময়ে পোল্ট্রির বেড়ে ওঠা হবে না আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ২-৩ মাস মুরগি ডিম দেবে না। সে কারণে খামারিরা নিজেরা লোকসান দেওয়ার জন্য এ ধরনের আত্মঘাতী কাজে জড়িত হবে না। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী যদি মানহীন ও নিম্নমানের পোল্ট্রি ফিড বাজারজাত করে থাকে, তাহলে মাঠ পর্যায়ে ক্যাবের সদস্য-সদস্যা, গণমাধ্যম ও স্থানীয় প্রাণিসম্পদ অফিসের লোকজনকে দিয়ে বাজার তদারকি করে এগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে পোল্ট্রি ফিডকে বিএসটিআইর অত্যাবশ্যকীয় পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএসটিআই পোল্ট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স প্রদানের পাশাপাশি মান নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবস্থা নেবে। পোল্ট্রি শিল্পে সুশাসন প্রতিষ্ঠা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রি ফিড উৎপাদন ও বিপণনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়েছে চট্টগ্রামে ক্যাবের পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্পের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায়। ইউকে এইড, ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্প, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম আয়োজিত ৩০ সেপ্টেম্বর নগরীর খুলসীতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ রিয়াজুল হক জসিম। আলোচনায় অংশ নেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহিদা আকতার, থানা পশু সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাস, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ আবদুল মান্নান, ক্যাব পাঁচলাইশের সেলিম জাহাঙ্গীর, ক্ষুদ্র খামারি রুখসানা আখতারুন্নবী, মোহাম্মদ জসিম উদ্দীন, আবদুর রহমান, ক্ষুদ্র ও পোল্ট্রি খাদ্য বিক্রেতা মো. মোসলেম উদ্দীন, মো. জসিম মাহমুদ প্রমুখ।  —সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads